আলয়অগ্নিরক্ষণ

অগ্নিরক্ষণ

অগ্নিরক্ষণ [অগ্নি—  রক্ষ্ (রক্ষাকরা) + অন (ভাববাচ্যে) অগ্নির রক্ষণ— ষষ্ঠী তৎপুরুষ সমাস। (২) রক্ষ— বিশেষ্য, অন। যাতে অগ্নি রক্ষিত হয়] বিশেষ্য, অগ্নিহোত্র; অগ্নিহোত্রগৃহ; অগ্ন্যাধান (পুরাকালে ব্রাহ্মণগণ নিত্য হোম করিতেন ও অগ্নি উৎপাদন করা এখনকার মত সহজসাধ্য ছিল না বলিয়া সযত্নে অগ্নি রক্ষা করিতেন; একবার অগ্নি নিবিয়া গেলে অরণিকাষ্ঠ ঘর্ষণ করিয়া অগ্নি উৎপাদন করা অপেক্ষা অগ্নি রক্ষা অনেক সহজ ছিল)।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র