অগণিত [ন = অ-গণন (সংখ্যা করা) ত (কর্মবাচ্যে)। গ্রাম্য— অগণতি, অগুন্তি] বিশেষণ, অগন্য; অসংখ্য। “প্রতিশৃঙ্গপক্ষ, মৃগ লক্ষ লক্ষ পশুগণ অগণিত।”— মহাভারত (কাশীরাম দাস)। ২ অসংখ্যাত; যা গণিতে পারা যায় নাই; যার সংখ্যা করা হয় নাই। প্রয়োগ— আর সমস্ত গণা হইয়াছে, কেবল এই— গুলি এখনও অগণিত আছে।
অগণিত agaṇita বিশেষণ, গণনার অসাধ্য, যা গুনে শেষ করা যায় না; অসংখ্য। [সংস্কৃত ন+গণন, গণনীয়, গণিত, গণ্য]।