অগ

অগ [ন = অ (গমন করা) + অ (কর্তৃবাচ্যে) যে গমন করে না] বিশেষ্য, নগ; অচল; পর্ব্বত। ২ [আর্য্যভট্টাদির বিশ্বাসমতে সূর্য্য গতিহীন অর্থাৎ অচল বলিয়া অথবা জ্যোতিঃশাস্ত্রমতে সূর্য্য বক্রগতিদ্বারা গমন করে না বলিয়া, অগ] বিশেষ্য, সূর্য্য। ৩ বৃক্ষ। ৪ সর্প।

অগ aga বিশেষণ, গতিশূন্য, নিশ্চল। ☐ বিশেষ্য, ১ পর্বত; ২ বৃক্ষ; ৩ (প্রাচীন বিজ্ঞানীদের মতে গতিহীন বলে) সূর্য। [সংস্কৃত ন+ √ গম্ + অ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র