অক্ষপাদ
বিশেষ্য
- ন্যায়শাস্ত্রপ্রণেতা গৌতম মুনি।
- চক্রাঙ্গ; চাকার ধুরো।
ব্যুৎপত্তি
- সংস্কৃত, অক্ষ (জ্ঞান) পাদ (গমন) — যার জ্ঞানেতে গমন — বহুব্রীহি (ব্যাসদেব গৌতমকৃত ন্যায়শাস্ত্রের নিন্দা করলে, গৌতম ব্যাসের মুখ দেখবেন না বলে প্রতিজ্ঞা করেন। পরে ব্যাসদেব ক্ষমা প্রার্থনা করলে গৌতম প্রসন্ন হন, কিন্তু প্রতিজ্ঞাভঙ্গ ভয়ে চক্ষু দ্বারা দর্শন না করে স্বীয় চরণোপরি চক্ষু সৃষ্টি করে তদ্দ্বারা ব্যাসের মুখ দর্শন করেন। তদবধি গৌতম অক্ষপাদ নামে খ্যাত)।