অকিঞ্চন akiñcana বিণ. ১ নিঃস্ব, দরিদ্র; ২ দুঃখী; ৩ সামান্য, তুচ্ছ; ৪ ইতর; ৫ মূঢ়। ☐ বি. নিঃস্বতা, সংগতিহীনতা, দারিদ্র। [সং. ন+কিঞ্চন]।
অকিঞ্চন [ন = অ— কিঞ্চন (কিছু)— যার কিছুই নাই— বহুব্রীহি] বিশেষণ, নিঃস্ব; দরিদ্র। সম্বলহীন; দীন। ২ [বাংলা বিশেষ বা বাশিষ্ঠার্থে] দুঃখী; “কৃপা, প্রভু, কর অকিঞ্চনে।”— মেঘনাদবধ কাব্য। “শুন অকিঞ্চনের গোহারি।”— কবিকঙ্কন মুকুন্দরাম। ৩ সামান্য; ইতর। “আমাদিগের অনুচিকীর্ষাবৃত্তি কি শুদ্ধ তাঁহাদিগের অকিঞ্চন গুণের বা দোষের অনুকরণ করিতে শিক্ষা দিয়াই চরিতার্থ থাকিবে?”— রচনাবলী। ৪ মূঢ়; মত্ত। “অকিঞ্চন মন দৃঢ় ভাবে জপ নারায়ণ।”— বাংলা গান।