আলয়অংশীদার

অংশীদার

অংশীদার

বিশেষ্য

  1. ভাগী। ‘আমার গুণ নেই, অথচ কেবল টাকা দিয়ে গুণের অংশীদার হচ্ছি।’ —রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৫।
  2. কারবারে অংশ আছে যার। ‘অংশীদারেরা শতকরা পঞ্চাশ টাকা লাভ …।’ —কাজী নজরুল ইসলাম, ১৯২২।
  3. অংশ। ‘যেমন উঁচু তেমনি চওড়া নাকটা, সমস্ত মুখের সে বারো-আনি অংশীদার।’ —রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯৩২।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত অংশ + ফারসি দার।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র