ইবা/ [প্রাচীন বাংলা] সর্বনাম, এই; ইহা। ‘ইবা শিশু ইহার করিবে কোন কর্ম্ম।’—দুর্গামঙ্গল। ২ অব্যয়, যদি, অপি, সত্যই, তাহাই ইত্যাদি ভাববোধক। প্রয়োগ— নাইবা গেল, হলইবা, যদিইবা হয়। ৩ অবজ্ঞা বা উপেক্ষাসূচক (ই দ্রষ্টব্য)। প্রয়োগ— কেইবা তার কথা শুনে। ৪ ক্রিয়া বিভক্তি, প্রাদেশিক পূর্ববঙ্গে। যথা— করিবা, খাইবা ইত্যাদি।